ঝিনাইদহে হোটেল কক্ষে মিলল যুবকের লাশ

0
534
DROHO-SUSID-08-P1
প্রতীকী ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ শহরের একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার দিনগত রাতে জেলা সদরের হোটেল রেডিয়েশনের একটি কক্ষ থেকে ইন্দ্রজিৎ (৩৮) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

হেটেলের রেজিষ্টার অনুয়ায়ী ইন্দ্রজিৎ কুমারের বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর থানার বেলগাছী গ্রামে। সে শ্রী শুসেন কুমারের ছেলে বলে জানা গেছে।

হোটেল কর্তৃপক্ষ কর্তৃপক্ষ জানায়, ইন্দ্রজিৎ সেপ্টেম্বর মাসের ২৭ তারিখে এই হোটেলে ওঠেন। তবে তিনি কী কাজ করতেন সে বিষয়ে তারা অবগত নয়।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, রাত সাড়ে ১১টার দিকে হোটেল বয় রাউন্ড দিতে গিয়ে তার দরজায় অনেকবার নক করলেও কোনো সাড়া না পেয়ে পুলিশে খবর দেয় হোটেল কর্তৃপক্ষ। পুলিশ হোটেলের চারতলার ৪০১৪ নম্বর কক্ষ থেকে জানালার গ্রিলের সঙ্গে ঝুলন্ত মৃতদেহটি উদ্ধার করে। তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। তবে ময়নাতদন্তের পরই মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।