ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন আক্রান্ত ৩৩ জন

0
109
Corona-Dro-24-p-6
সংগৃহিত ছবি

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে ৩ পুলিশসহ করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩৩ জন।

বৃহস্পতিবার দুপুরে এই তথ্য নিশ্চিত করেন ঝিনাইদহ সিভিল সার্জন অফিসের মুখপাত্র ডাঃ প্রসেনজিত বিশ্বাস পার্থ।

আরও দেখুন –খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি জানান, বুধবার ঝিনাইদহ শহরের ট্রাকটার্মিনাল পাড়ার তাইজুল ইসলাম নামের এক বৃদ্ধ করোনায় আক্রন্ত হয়ে মারা গেছেন এবং বৃহস্পতিবার সকাল ১০টার দিকে করোনার উপসর্গ নিয়ে আল মামুন নামের অন্য এক জন মারা গেছেন। জেলাতে নতুন করে সুস্থ হয়েছে আরও ৫ জন এবং এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৬৬ জন মানুষ। এ অবধি জেলাতে নমুনা সংগ্রহ করা হয়েছে ২৭৪৫টি যার মধ্যে ফলাফল পাওয়া গেছে ২৪৭২টি।

বৃহস্পতিবার সকালে কুষ্টিয়ার পিসিআর ল্যাব থেকে ৭৭টি নমুনার ফল পাওয়া গেছে । যার মধ্যে ঝিনাইদহ সদরেই রয়েছেন ২৪ জন। এদের মধ্যে ঝিনাইদহ সদর থানা পুলিশ ফাড়ির ২ জন, ঝিনাইদহ বিটিসিএল’র ২ জন এবং ঝিনাইদহ ট্রাফিক পুলিশের এক সদস্য রয়েছে।

ঝিনাইদহ সদর উপজেলাতেই ১৩১ জন রোগী শনাক্ত হয়েছে এখন অবধি। এর মধ্যে মারাগেছে ১ জন। নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ শহরের ব্যপারীপাড়ায় রোগীর সংখ্যা বেশি রয়েছে। এছাড়া শৈলকুপা উপজেলাতে উপসর্গ নিয়ে মারা যাওয়া একজন সহ আরেক জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। শৈলকুপাতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৫৪ জন। কালীগঞ্জ উপজেলাতে নতুন করে ৭ জন শনাক্ত হয়েছে। এই উপজেলাতে মোট আক্রান্ত হয়েছে ১২০ জন। এছাড়াও হরিণাকুন্ডু উপজেলাতে ১৬ জন, কোটচাঁদপুরে ২৫ জন এবং মহেশপুরে ২০ জনের শরীরে প্রাণঘাতী করোনা ভাইরাসের সংক্রমণ পাওয়া গেছে।