ঝিনাইদহে অজ্ঞাত যুবতী লাশ উদ্ধার

0
122

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর লাশ উদ্ধার করা হয়েছে।

সোমবার কালীগঞ্জ উপজেলার রেল লাইনের পাশ থেকে লাশটি উদ্ধার করে যশোর রেল পুলিশ।

স্থানীয়রা জানান, সোমবার সকালে মোবারকগঞ্জ- বারবাজার রেল স্টেশনের মধ্যবর্তী ২৬ – ২৭ নম্বর ব্রীজের মাঝে রেল লাইনের পাশে এক অজ্ঞাত যুবতীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়।

যশোর জিআরপি পুলিশ ফাঁরির এস আই শহিদুল ইসলাম বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে যায়। দুপুর দেড়টার সময় ৩০-৩৫ বছর বয়সের যুবতীর লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে আমরা ধারণা করছি সে মানষিক ভারসাম্যহীন, বাকি টা পরে জানা যাবে।