ঝিনাইদহ জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আটক

0
79
সাইদুল করিম মিন্টু

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি পুলিশ আটক করেছে। সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার হত্যায় জড়িত সন্দেহ ভাজনদের তালিকার একজন তিনি।

মঙ্গলবার বিকাল ৪টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের কর্মীরা। জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক মিন্টু আটক টক অব দি টাউনে পরিনত হয়েছে। গ্রেফতারের খবর ছড়িয়ে পড়ার পর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর ঝিনাইদহের বাড়িতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পুলিশের সূত্র জানায়, সাংসদ আজীম হত্যার ঘটনায় আটক সন্দেহভাজন আক্তারুজ্জামান শাহীনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের যোগাযোগ ছিল। তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি সফিকুল ইসলাম অপুর কাছে জানতে চাইলে তিনি গণমাধ্যমকে বলেন, ওই নেতার আটক হওয়ার কথা লোক মুখে শুনছি।

মহেশপুর থানা আওয়ামী লীগের সভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ গণমাধ্যমকে জেলা আওয়ামী লেিগর সাধারণ সম্পাদক আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সদর থানা পুলিশের সেকেন্ড অফিসার শরীফও আটকের বিষয় নিশ্চিত করেছেন।