ঝিনাইদহ প্রতিনিধি
ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় দালালসহ ৭ বাংলাদেশীকে বিজিবি আটক করেছে।
রবিবার সকালে মহেশপুরের বাঘাডাংগা এলাকায় ৫৮ বিজিবি ব্যাটালিয়ন অভিযান চালিয়ে বাংলাদেশের সীমান্ত এলাকা থেকে তাদের আটক করে।
আটক মহেশপুর উপজেলার বাঘাডাংগা বিশা তরফদারের ছেলে তাবুর তরফদারের দেওয়া তথ্যের ভিত্তিতে আরো ৬ বাংলাদেশীকে আটক করা হয়। আটকদের মধ্যে ১ জন পুরুষ, ৪ জন নারী ও ১ জন শিশু রয়েছে। তাদের বিরুদ্ধে অবৈধভাবে ভারত গমনের অভিযোগে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে।