টইটই সম্মাননা পেলেন কবি জাহাঙ্গীর

0
59

স্টাফ রিপোর্টার

সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন খন্দকার জাহাঙ্গীর হুসাইন। তিনি একাধারে সাহিত্য, সাংবাদিকতা ও হোমিওপ্যাথি চিকিৎসক হিসেবে খ্যাতি অর্জন করেছেন।

শুক্রবার বিকালে ঢাকার জাতীয় শিশু কল্যাণ পরিষদের সভাকক্ষে এই সম্মননা অনুষ্ঠানের আয়োজন করে টইটই প্রকাশনী নামের একটি প্রকাশনা সংস্থা।

কবি, সাহিত্যিক ও প্রকাশক সাহেদ বিপ্লব ও টিমুনী খান রিনুর উপস্থাপনায় টইটই প্রকাশনীর ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী অ্যাওয়ার্ড ২০২৪ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন টইটই সাহিত্য পত্রিকার প্রধান সম্পাদক ও বহুমুখী সাহিত্য ব্যক্তিত্ব আজহারুল ইসলাম আল আজাদ।

প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, বাংলা একাডেমীর উপ পরিচালক ড. সাহেদ মন্তাজ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত সচিব কবি মোতাহার হোসেন।

বক্তব্য রাখেন অধ্যাপক সুজয় কুমার পাল, লেখক মুস্তাক আহমাদ, কবি সাকী মাহবুব, শিল্পী বেগম, কবি ফারুক প্রধান, প্রকাশক আহমদে মুনীর, কবি মাওলানা রফিকুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন – ভয় আর শঙ্কায় নিহত মাহাবুবের বাবা-মা

অনুষ্ঠানে আগত লেখকদের মধ্যে এই সম্মাননা প্রদান করেছে টইটই প্রকাশনী।

আরও পড়ুন –“ইসকন” বিরোধী কথা বলায় চাকুরি হারালেন ইমাম

খন্দকার জাহাঙ্গীর হুসাইন ইতোপূর্বে ইয়থ ডেভেলপমেন্ট ফোরাম সম্মাননা পেয়েছেন। এছাড়াও তিনি নিউজ পোর্টাল বাংলাদেশ ভূমির সম্পাদক ও দৈনিক নাগরিক ভাবনার বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত।