সুমন বিশ্বাস
গোটা ভারত জুড়ে করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়ে চলছে। এবার টলিউডে আঘাত হেনেছে প্রাণঘাতী করোনা। এবার টলিউডের জনপ্রিয় অভিনেতা রঞ্জিত মল্লিকের পরিবারেও পড়েছে প্রাণঘাতী এ ভাইরাসের থাবা । বাদ পড়েননি মল্লিল কণ্যা কোয়েলের পরিবারও।
আরও দেখুন– খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ
টলিউড অভিনেত্রী কোয়েল নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। সপ্তাহ দুয়েক আগে দীপা মল্লিক, রঞ্জিত মল্লিক এবং কোয়েলের শারীরিক অবস্থার খানিক অবনতি হয়েছিল। তাঁদের প্রত্যেকের শরীরের করোনার উপসর্গ দেখা দিয়েছিল দিন ১৫ আগেই। সর্দিকাশি, শ্বাসকষ্টে ভুগছিলেন পরিবারের সদস্যরা।