উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গুলোতে করোনা প্রতিষেদ টিকাদানের বুথ খোলা হয়েছে। প্রথম ও দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হচ্ছে সমান তালে। কিন্তু টিকা কেন্দ্রে জনস্ত্রোত কমছে না। প্রতিদিনই টিকা গ্রহীতার নারী পুরুষের লম্বা লাইন পড়ছে বুথ গুলোর সামনে। খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথের সামনে মহিলাদের লম্বা লাইনের ছবি গুলো বৃহস্পতিবার ১২টায় তোলা।