স্টাফ রিপোর্টার
খোকসায় করোনা টিকা নিতে হলে নগদ ২০টা টাকা ও জাতিয় পরিচয় পত্রের ফটোকপি নিয়ে হাজির হওয়ার জন্য একটি ইউনিয়নের একাধিক মসজিদের মাইক ঘোষনা দেওয়া হয়েছে।
উপজেলার শিমুলিয়া ইউনিয়নের নকশা পাড় বাজার সমজিদ ও মোল্লা পাড়া মসজিদের মাইক থেকে বুধবার সন্ধ্যায় এই ঘোষনা দেওয়া হয়।
স্থানীয় সূত্র গুলো জানায়, সন্ধ্যা পৌনে ৭টার দিকে নকশা পাড়া বাজার মসজিদের মুছল্লি মসলেম আলী মোল্লা মাইকে ঘোষনা দেন, বৃহস্পতিবার ইউনিয়ন পরিষদে করোনার বিশেষ টিকার দ্বিতীয় ডোজ দেওয়া হবে। নির্দ্ধারিত সময়ে টিকা গ্রহীতাদের নিবন্ধন বাবদ কুড়ি টাকা ও জাতীয় পরিচয় পত্রের ফটো কপি নিয়ে পরিষদে হাজির হতে বলা হয়। এই ঘোষনা শোনার পর জনসাধারণের মধ্যে বিরুপ প্রতিক্রিয়া দেখাদেয়।
নকশা পাড়া জামে মসজিদের ইমাম মহষিন মোল্লার সাথে কথা বলা হলে তিনি প্রথমে বিষয়টি এড়িয়ে যান। পরে অবশ্য নিজে ফোন দিয়ে নিশ্চিত করেন শুধু তার মসজিদে নয় পাশের আরো মসজিদের মাইক থেকে জনগনকে টিকার নিবন্ধন বাবদ ২০ টাকাসহ হাজির হওয়ার জন্য ঘোষনা দেওয়া হয়েছে বলে নিশ্চিত করেন।
নকশা পাড়া বাজার মসজিদের ঘোষনা দাতা মসলেম আলী মোল্লা জানান, স্থানীয় গ্রাম পুলিশের সদস্য অষিত তাকে ঘোষনা দিতে বলেন। তিনি তার কথা মত ঘোষনা দিয়েছেন মাত্র।
শিমুলিয়া ইউয়িন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদও মাইকে ঘোষনার কথা স্বীকার করেন। তবে টাকা লাগবে না বলে ওই সব মসজিদের মাইক থেকে রাত পৌনে ১০টায় পাল্টা ঘোষনা দেওয়ানো হয়েছে বলে জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামরুজ্জান মসজিদের মাইক থেকে টিকার জন্য টাকা নেওয়া ঘোষনার কথা শুনে বিশ্বয় প্রকাশ করেন। ঘোষনা করীদের বিরুদ্ধ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।