ট্রাকের ধাক্কায় সাইকেল আরোহী নিহত

0
73

কুষ্টিয়া প্রতিনিধি

ভেড়ামারায় – প্রাগপুর সড়কের ভাঙ্গাপুল এলাকায় ট্রাকের ধাক্কায় এক সাইকেল আরোহী নিহত হয়েছেন।

শনিবার বেলা ১১টা পর ভেড়ামারা উপজেলায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত সাইকেল আরোহীর নাম আব্দুস সামাদ (৬০)। তিনি ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের মাওলাহাবাসপুর গ্রামের মৃত হারান আলী খার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আব্দুস সামাদ দৌলতপুর থেকে সাইকেলে চড়ে ভেড়ামারার উদ্দেশ্যে আসছিলেন। পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা ট্রাক আটকে রেখে ফায়ার সার্ভিসে ফোন দেয়। আহত ব্যক্তিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভেড়ামারা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার শরিফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহত আব্দুস সামাদকে উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করাই।

ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান বলেন, হাসপাতালে আনার পর পরই তিনি মৃত্যুবরণ করেন।

ভেড়ামারা থানার ওসি তদন্ত লুৎফুর রহমান বলেন, দুর্ঘটনায় আহত সাইকেল আরোহী মারা গেছেন। ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ড্রাইভার পলাতক রয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।