ট্রাক-মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে পুলিশসহ নিহত ২

0
48

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কের কুমারখালীতে ড্রাম ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে পুলিশের এক উপ-পরিদর্শক ও মসজিদের একজন ইমামের মৃত্যু হয়েছে। এঘটনায় আহত ৭ জন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার বিকাল ৩টার দিকে উপজেলার কালুর মোড় এলাকায় এই ঘটনা ঘটে। রাত সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস হতাহতের এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন কুষ্টিয়ার দৌলতপুর থানার উপ-পরিদর্শক মো. শহিদুল ইসলাম। অপরজনের নাম মনির হোসাইন (২২)। মনির উপজেলার সদকী ইউনিয়নের ঝাউতলা এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং কোরআনে হাফেজ ছিলেন। পাশাপাশি কুমারখালী তেবাড়ীয়া ৩ গম্বুজ জামে মসজিদে ইমামতি করতেন।

এ ঘটনায় আহতরা হলেন – উপজেলার শিলাইদহের আসাদুল ইসলাম (৬০), চড় চাপড়া গ্রামের মোঃ আরমান (৬০) ও তার স্ত্রী মালেকা খাতুন (৪৫), শেরকান্দি গ্রামের হাসেন আলী (৬০), খোকসা উপজেলার গোসাইডাঙ্গী গ্রামের মমতাজ বেগম (৪০), ভেড়ামারা উপজেলার সাতবাড়িয়া গ্রামের মো. রুহুল (১৯) ও রিয়জুল(৩০)।

আরও পড়ুন – দেশে ফেরা না ফেরার সিদ্ধান্ত শেখ হাসিনার: জয়

কুুষ্টিয়া হাইওয়ে পুলিশ জানায়, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মাহেন্দ্র এবং রাজবাড়ীর থেকে আসা ডামট্রাক কালুর মোড় এলাকায় পৌছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহেন্দ্রটি দুমড়ে মুচড়ে যায় এবং চালকসহ ৯ জন যাত্রী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুইজন মারা যান।

প্রত্যক্ষদর্শী হারুন অর রশিদ হারুন বলেন, ট্রাক ও যাত্রীবাহী মাহেন্দ্র গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাটি ঘটে। এতে ৯ জন গুরুতর রক্তাক্ত আহত হলে তাদের হাসপাতালে পাঠানো হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ওসি আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ঘাতক ট্রাক ও মাহেন্দ্র গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।