দ্রোহ অনলাইন ডেস্ক
ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি… রাজিউন)। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রামে নিজ বাড়িতে মারা যান তিনি। তার বয়স হয়েছিল ৭৫ বছর।
ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন পত্রিকা প্রথম আলোর বিশেষ প্রতিনিধি কামরুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল হাসান বলেন, লতিফুর রহমান অসুস্থ ছিলেন। বেশকিছু দিন ধরে গ্রামের বাড়িতে তার চিকিৎসা চলছিল। বুধবার বার্ধক্যজনিত কারণে মারা যান তিনি।
পারিবারিক সূত্রে জানা গেছে, লতিফুর রহমানের মরদেহ কুমিল্লা থেকে ঢাকায় আনা হবে। গুলশানের আজাদ মসজিদে বাদ এশা তার জানাজা অনুষ্ঠিত হবে। আজ রাতে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।
লতিফুর রহমান স্ত্রী, পুত্র, দুই কন্যাসহ আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ব্যবসায়ে নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতার স্বীকৃতিস্বরূপ ২০১২ সালে তিনি পেয়েছিলেন বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড।
আরও পড়ুন দেশে করোনায় মৃত্যু ৪১, নতুন শনাক্ত ৩৭৭৫
উল্লেখ্য, চার বছর আগে একই দিনে ২০১৬ সালের ১ জুলাই গুলশানে হলি আর্টিসান বেকারিতে জঙ্গি হামলায় মারা গিয়েছিলেন লতিফুর রহমানের নাতি ফারাজ আইয়াজ হোসেন।