ট্রাম্পকে ‘রাগ নিয়ন্ত্রণ’ শিখতে বললেন গ্রেটা

0
141
TRAD-DROHO-6-11-2020-P-12
পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ

দ্রোহ অনলাইন ডেস্ক

সুইডেনের পরিবেশ আন্দোলনকর্মী গ্রেটা থুনবার্গ টুইটারে রাগ সামলানোর পরামর্শ দিয়ে ট্রাম্পকে পাল্টা জবাব দিলেন ।

বৃহস্পতিবার ট্রাম্পের ‘‘গণনা বন্ধ করুন’’ টুইটটি নিজের টুইটার একাউন্টে পোস্ট করে গ্রেটা লেখেন, ‘‘বড়ই হাস্যকর। ডনাল্ড ট্রাম্পকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর তাকে একজন বন্ধুর সঙ্গে পুরনো আমলের একটি চমৎকার সিনেমা দেখতে যেতে হবে! শান্ত হন ডনাল্ড, শান্ত হন!”

গ্রেটার এই টুইটে ১২ লাখের বেশি ‘লাইক’ পড়েছে; রি-টুইট হয়েছে ২ লাখ ৬৬ হাজারের বেশি বার।

গত বছর ডিসেম্বরে গ্রেটা থুনবার্গ টাইম ম্যাগাজিনের বর্ষ সেরা ব্যক্তি-২০১৯ নির্বাচিত হওয়ার পর ১৭ বছরের এই কিশোরীকে বিদ্রƒপ করে ট্রাম্প বলেছিলেন, ‘‘বড়ই হাস্যকর। গ্রেটাকে অবশ্যই তার রাগ নিয়ন্ত্রণের সমস্যা নিয়ে কাজ করতে হবে, তারপর একজন বন্ধুর সঙ্গে পুরনো আমলের একটি ভালো সিনেমা দেখতে যেতে হবে। শান্ত হও গ্রেটা, শান্ত হও!”

টাইম ম্যাগাজিনের বর্ষ সেরা ব্যক্তিত্ব হওয়ার পর একজন গ্রেটাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করার পর মন্তব্যের ঘরে ট্রাম্প উপরের ওই মন্তব্য করেছিলেন।

এবার গ্রেটা ঠিক একই সুরে তার জবাব দিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলীয় প্রার্থী জো বাইডেনের প্রতি আগেই সমর্থন জানিয়েছিলেন জলবায়ু আন্দোলনকারী গ্রেটা থুনবার্গ।

মঙ্গলবার ভোটের পর বুধবার পর্যন্ত প্রাথমিক ফলাফলে বাইডেনের সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলেছিলেন ট্রাম্প। কিন্তু বৃহস্পতিবার ফলাফল নির্ধারণী গুরুত্বপূর্ণ ‘ব্যাটলগ্রাউন্ড’ রাজ্যগুলোতে বাইডেনের থেকে ভোটে পিছিয়ে পড়তে শুরু করলে মেজাজ হারাতে থাকেন ট্রাম্প।

প্রথমে ভোটে কারচুপির অভিযোগ তুলে ট্রাম্প শিবির কয়েকটি জায়গায় পোস্টাল ভোট গণনা বন্ধের আবেদন নিয়ে আদালতে যায়।

এক পর্যায়ে ট্রাম্প ‘‘ভোট গণনা বন্ধ করুন’’ বলে একটি টুইট করেন। ভোট নিয়ে ট্রাম্পের অন্তত ছয়টি টুইট মুছে দিয়েছে টুইটার কর্তৃপক্ষ।