ডাকাতি মামলার নয় আসামির দশ বছর কারাদন্ড

0
73

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় ডাকাতি মামলায় ৯ আসামিকে দশ বছর কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। অভিযোগ প্রমাণিত না হয় চার আসামিকে বেকসুর খালাস প্রদান করা হয়।

বুধবার সকালের দিকে কুষ্টিয়ার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক আশরাফুল ইসলাম আসামীদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সে সঙ্গে প্রত্যেকেই দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ০৬ মাসের সশ্রম কারাদন্ডের আদেশ দেন।

দন্ডাদেশ প্রাপ্তরা হলেন কুষ্টিয়া চৌড়হাস উপজেলা রোড লালন শেখের ছেলে জাকির, মতিমিয়া রেলগেট সংলগ্ন মোশাররফ হোসেনের ছেলে উল্লাস, বাড়াদী এলাকার দাউদ হোসেনের ছেলে রফিক, খন্দকার রবিউল ইসলামের ছেলে তৈয়মুর ইসলাম, আমিরুল ইসলামের ছেলে পিচ্চি মনির, মৃত হাফিজার মোল্লার ছেলে সাগর।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০০৯ সালে ২২ জুলাই রাত দুই টার দিকে একদল ডাকাত কুষ্টিয়া শহরের চৌড়হাস মতিমিয়া রেল গেইট সংলগ্ন এলাকার বাদী বেগম ফরিদা ইসলামের বসত বাড়ীতে প্রবেশ করে আগ্নোয়াস্ত্রের ভয়ভীতি দেখিয়ে স্বর্ণালংকার, টাকা, মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে বাড়ীর সদস্যদেরকে হাত পিঠমোড়া করে বেঁধে রেখে বাড়ীর আসবাবপত্র নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় ওই দিন দুপুরের দিকে কুষ্টিয়া মডেল থানায় বেগম ফরিদা ইসলাম বাদী হয়ে সন্দেহজনক তিন জনের নাম উল্লেখ করে একটি ডাকাতি মামলা দায়ের করেন।

তদন্তকারী কর্মকর্তা এস আই হারাধন কুন্ডু মামলাটির তদন্ত শেষে গত ২০১০ সালের ১২ ফেব্রæয়ারি ১৪ জনের নাম উল্লেখ করে আদালতে চার্জশীট দাখিল করেন। স্যা প্রমাণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন। কুষ্টিয়া জজ কোর্টের পিপি অনুপ কুমার নন্দী রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।