স্টাফ রিপোর্টার
ডাক্তার দেখিয়ে স্ত্রীসহ বাড়ি ফেরার পথে মোটরসাইকেলের ধাক্কায় ময়েন উদ্দিন (৬৫) নামের এক দিনমুজুর নিহত হয়েছেন। ঘাতক মোটরসাইকেল চালক প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল থেকে পালিয়েছেন। তবে তার মোটর সাইকেলটি স্থানীয়রা আটক করেছে। ঘাতক মোরসাইকেল চালক ও তার সহযাত্রী নারীর সন্ধান পাওয়া যায়নি।
মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কুষ্টিয়া-রাজবাড়ী সড়কের খোকসার বিলজানি বাজারের পূর্ব দিকে দুর্ঘটনা ঘটে। নিহত দিনমুজুর ময়েন উদ্দিন শেখ (৮০) শিমুলিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের কালিশংকর পুর খাল পাড়ার মৃত চতুর আলীর ছেলে। তিনি এক সন্তানের পিতা ছিলেন।
খোকসা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম সড়ক দুর্ঘটনায় দিনমুজুর ময়েনের মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, সন্ধ্যার পর দিনমুজুর ময়েন উদ্দিন ও তার স্ত্রী জাহানারা স্থানীয় বিলজানি বাজার থেকে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। বৃদ্ধ দম্পতি বাজার থেকে ২শ গজ পূর্বদিকে পৌচ্ছালে পাশের রাস্তা থেকে একটি দ্রæতগতির মোটরসাইকেল উঠে এসে বৃদ্ধকে চাপাদেয়। স্থানীয়রা আহত দিন মুজুর ময়েন উদ্দিন (৮০) কে উদ্ধার করে প্রথমে খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যায়। তাৎক্ষনিক ভাবে আহত দিনমুজুরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে নেওয়ার পথে ওই দিনমুজুর মারা যান।
এ ঘটনায় আহত ঘাতক মোটর সাইকেল চালক ছাব্বির (৩০) খোকসা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগ থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে পালিয়ে যায়। ঘাতক মোটরসাইকেল চালকের সহযাত্রী নারীর নাম হাসপাতালের রেজিষ্টারে পাওয়া যায়নি। ঘাতকের কুষ্টিয়া ল ১১- ৫৭১১ নম্বরের মোটরসাইকেলটি স্থানীয়রা আটকে রাখে।
নিহতের স্ত্রী বৃদ্ধা জাহানারা জানান, সন্ধ্যায় তারা দু’জনে বিলজানি বাজারে ডাক্তার দেখাতে যান। সন্ধ্যার পর তারা বাড়ি ফিরছিলেন। এমন সময় ইউটিউব গ্রামের দিক থেকে ওই মোটরসাইকেলটি রাস্তায় উঠে তার স্বামীকে চাপাদেয়। এ সময় লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে সে স্বামীর মৃত্যুর খবর পান।
শিমুলিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মমিন ও সাবেক ইউপি সদস্য আবু জানান, বৃদ্ধ দিনমুজুরের ঘাতক মোরসাইকেল চালকও আহত হয়। তাকে ও তার সহযাত্রী নারীকে উদ্দার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘাতকের মোটরসাইকেলটি জনতা আটকে পুলিশের কাছে চাবি দিয়েছে। ঘাতকের সাথে তার গার্ল ফ্রেন্ড ছিল বলে তারা দাবি করেন। তারা আরও জানান ঘাতকের বান্ধবিকেও আহত অবস্থায় হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুন – বন্ধুত্বের ৩০ বছর
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ নাঈমুল ইসলাম বলেন, ঘাতক চালকের ফেলে যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার হয়েছে। তবে ঘাতক বা ঘাতকের সহযাত্রীর সন্ধান পাওয়া যায়নি।