কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়া শহরের ত্রিমোহনী বাইপাস মোড়ে ডাম্ব ট্রাকের চাপায় মা ছেলে নিহত হয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
চৌড়হাস হাইওয়ে পুলিশের এস আই জয়দেব এ তথ্য নিশ্চিত করেছেন। নিহতরা হলেন ইতি খাতুন (৩০) ও ছেলে আফনাফ ইব্রাহিম (৩)। তবে মোটরসাইকেল চালক ইতি খাতুনের স্বামী আব্দুল কাদের সিদ্দিকী (৪০) ও মোটরসাইকেলটি অক্ষত রয়েছে।
জয়দেব বলেন, একটি ট্রাকচাপায় ঘটনাস্থলেই মা ও ছেলে মারা গেছেন। তাদের মরদেহ ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়ার জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহত একজনকে আগেই হাসপাতালে পাঠিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শী মিরপুর উপজেলার নওদা খাদিমপুরের বাসিন্দা সিদ্দিক আলী বলেন, একটি ডাম্ব ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়েছে। আমরা মোড়ে পৌঁছেই দুইজন মৃত দেখেছি।
আরও পড়ুন – খোকসার সবজি চাষীরা আবারও লোকশানের আশঙ্কা
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক হোসেন ইমাম বলেন, একজনকে হাসপাতালে আনা হয়েছিল। তার অবস্থা গুরুতর না হওয়ায় রিলিজ করা হয়েছে। মৃতদের মরদেহ এখনো আনা হয়নি।