স্টাফ রিপোর্টার
কুষ্টিয়ার পৌর কবর স্থানে বাবার কবরেই বিশিষ্ট চিকিৎসক ডা: আবু সাঈদকে সমাহিত করা হয়েছে।
শুক্রবার বাদজুমা শহরের এসএসরোডের বড় মসজিদে প্রয়াত শৈল চিকিৎসক ডা: আবু সাঈেেদর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। পরে তার মরদেহ নেওয়া হয় পৌর কবর স্থানে। সেখানেই পিতা মাহউদ্দিন মাষ্টারের কবরেই তাকে সমাহিত করা হয়। মরহুমের নামাজে যানাজায় কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলী ও বিএমএ কুষ্টিয়া জেলা শাখার সাধারণ সম্পাদক ডা: আমিনুল ইসলাম রতনসহ অসংখ্য মানুষ অংশ গ্রহন করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দিনগত রাতে কুষ্টিয়া জেলা সদরের মসজিদ থেকে এশার নামজ শেষ করে বের হওয়ার সময় ডা: আবু সাঈদ হৃদরোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার পর কিচিৎসক তাকে মৃতবলে ঘোষনা করেন। রাতেই মরহুমের মৃতদেহ শহরের থানা পাড়ার নিজ বাড়িতে নেওয়া হয়। শুক্রবার বাদজুমা পৌর কবর স্থানে তার দাফন করা হয়।
ডাক্তার আবু সাঈদের মৃত্যুতে দ্রোহ পরিবারের পক্ষ থেকে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।
ডাক্তার আবু সাঈদ রংপুর মেডেকেল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। তিনি খোকসা সহ কুষ্টিয়ার বিভিন্ন কিনিকে রোগীদের চিকিৎসা সেবা দিতেন।