ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে আমরা খুঁজছি

0
117

দ্রোহ অনলাইন ডেস্ক

অগ্নিসংযোগের বিষয়ে মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান মুহাম্মদ হারুন অর রশিদ বলেন, যারা বলছেন আইনশৃঙ্খলা বাহিনীর ড্রেস পরে অথবা ডিবির ড্রেস পরে বাসে আগুন লাগিয়েছে আমরা তাকে খুঁজছি। খুব শিগগির তাকে গ্রেফতার করবো।

শনিবার রাত ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে সাংবাদিকদের একথা বলেন তিনি।

ডিবিপ্রধান বলেন, আমরা অনেক সময় শুনি ঢাকা শহরের বিভিন্ন জায়গায় ডিবির ড্রেস পরে ডাকাতি করেছে, ডিবির ড্রেস পরে ছিনতাই কাজে জড়িত। আমরা ওই ডাকাতদের গ্রেফতার করেছি।

তিনি বলেন, পুলিশের গাড়িতে আগুন লাগিয়েছে, দুটি সরকারি গাড়িতে আগুন লাগিয়েছে, কয়েকটি মোটরসাইকেলে আগুন লাগিয়েছে। আমাদের রাজারবাগ পুলিশ হাসপাতালে সব অ্যাম্বুলেন্স আগুনে পুড়িয়ে দিয়েছে। এখন হয়তোবা তারা মনে করেছে একটা ড্রেস পরিয়ে দিয়ে জিনিসটাকে ভিন্নখাতে প্রবাহিত করা যাবে। যারা (এজন্য) পাঁয়তারা করছে সেটা হবে না। যারা এ কাজটি করেছে নিন্দনীয় কাজ করেছে। তাদের প্রত্যেককেই আইনের আওতায় নিয়ে আসা হবে।