ঢাকায় করোনায় মারা যাওয়াদের দাফন হলো দৌলতপুরে

0
123
daultpur-dro-28-p8-compressed
করোনায় মারা যাওয়াদের জানাযা পড়া হচ্ছে। ছবি- দ্রোহ।

দৌলতপুর প্রতিনিধি

কুষ্টিয়ার দৌলতপুরে প্রশাসনের তত্ত্বাবধানে ঢাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া দু’জনের পৃথক পৃথক ভাবে দাফন সম্পন্ন হয়েছে।

দৌলতপুরের গ্রামে আব্দুল কুদ্দুস (৬৭) ও শুভতারা বেগম (৭৮) এর দাফন অনুষ্ঠিত হয়। এর আগে করোনা সুরক্ষা বিধি মেনে ইসলামিক ফাউন্ডেশনের স্থানীয় ইমাম তাদের জানাযার নামাজ পড়ান।

দৌলতপুর সহকারী কমিশনার (ভূমি) আজগর আলী ও থানার ওসি এস এম আরিফুর রহমান ও স্থানীয় স্বাস্থ্যকর্মীরা মৃতদের দাফন সম্পন্ন করেন।

জানা গেছে, অবসরপ্রাপ্ত কাষ্টম কর্মকর্তা আব্দুল কুদ্দুস করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধিন ছিলেন। মঙ্গলবার দুপুরে তিনি ঢাকায় মারা যান। তার গ্রামের বাড়ি দৌলতপুর উপজেলার ফিলিপনগর মন্ডলপাড়ায়। তিনি চাকরি থেকে অবসরের পর ঢাকার বাড়িতে থাকতেন। বুধবার নিজ গ্রামের কবরস্থানে তাকে দাফন করা হয়।

একই রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া শুভতারা বেগম (৭৮) নামে আরো এক নারীকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের মুসলিমনগর গ্রামে দাফন করা হয়। তিনি এই গ্রামের মৃত আব্দুর রহমানের স্ত্রী।

শুভতারা বেগম ছেলে সন্তানদের নিয়ে ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করতেন। বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। বুধবার সকালে ঢাকার একটি হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান। রাতেই তার মরদেহ মুসলিমনগর গ্রামের বাড়িতে আনা হয়। প্রশাসনের তত্ববধানে স্বামী রহমানের কবরের পাশে শুভতারা বেগমের দাফন সম্পন্ন করা হয়।