তরুণমোড়ের দেশী মাছ ও সবজির বাজার জমে উঠেছে

0
69

কুমারখালী প্রতিনিধি

কুমারখালীর তরুণমোড়ের সকালের বাজারে দেশীয় প্রজাতির হরেক রকমের মাছ ও টাটকা সবজি জনপ্রি হয়ে উঠেছে।

কুষ্টিয়া-রাজবাড়ি আঞ্চলিক মহাসড়কের পাশের শেখ ওয়াজেদ আলী মার্কেটের সামনে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে চলছে এই সকালের বাজার। প্রতিদিন সকাল সাড়ে ৬ টা থেকে সকাল ৮টা পর্যন্ত জমজমাট বেচাকেনা চলে এই বাজারে। সকাল ৮ টার পর থেকে ধীরে ধীরে কমতে থাকে ক্রেতা ও বিক্রেতার ভীড়।

শুরুর দিকে এই বাজারের ক্রেতা ছিলেন, খুব সকালে প্রাত: ভ্রমণে বের হওয়া নারী-মানুষেরা। কিন্তু এখন প্রতিদিনই দূর-দূরান্তের ক্রেতারা মোটরসাইকেল- বাইসাইকেল, ভ্যান-রিক্সা, অটো-সিএনজিতে আসেন। খাল বিলের দেশীয় মাছ সহ বাড়ির আঙিনায় চাষ করা সবজি, কিংবা ছোটখাটো কৃষকদের উৎপাদিত টাটকা সবজি ক্রয় করতে। মুলত: বাজারটি দেশীয় মাছের জন্যই জনপ্রিয় হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা গেছে, এই বাজারে খাল-বিলের বিলুপ্ত প্রায় হরেক রকমের মাছ নিয়ে বসে আছেন অনেকেই। এ সব মাছ বর্শি দিয়ে, ফাঁদ পেতে অথবা জাল পেতে ধরা হয়েছে। মাছের মধ্যে – কই-জিয়ল (শিং), শোল-টাকি, চ্যাং, বোয়াল, পাঙ্গাস, খলিসা, পুঁটি, মোয়া, নানা জাতের বাইম, গোপরে, তেলটুপুরি মাছ, স্থানীয় পুকুর জলাশয়ের ছোট বড় পোনা মাছ সহ পদ্মা ও গড়াই নদীর সব ধরণের মাছ দেখা যায়। গৃহপালিত রাজহাঁস, পাতি হাঁস, দেশী মোরগ-মুরগি সহ দেশি হাঁস- মুগির ডিম বিক্রি করতে আসেন এখানে।

আরও পড়ুন – দৌলতপুর সীমান্তে স্বর্ণের বারসহ আটক দুই

একজন সরকারি চাকরিজীবি মোহাম্মদ আলী জানান, চাকরির সুবাদে কুমারখালীতে বসবাস করছি কয়েক বছর যাবৎ। এ উপজেলায় যোগদানের পর থেকেই সকালে এই বাজার থেকে দেশীয় বিলুপ্ত প্রায় নানা প্রজাতির মাছ সহ প্রয়োজনীয় টাটকা সবজি ক্রয় করে আসছি। এ সবের পাশাপাশি হাঁস-মুরগি, দেশি ডিম, স্থানীয় কৃষকের উৎপাদিত নানা ফল সাশ্রয়ী মুল্যে এই বাজার থেকে ক্রয় করি।

স্থানীয় গণমাধ্যম কর্মী শরিফুল ইসলাম বলেন, এই বাজারের প্রধান আকর্ষণ হচ্ছে দেশীয় প্রজাতির হরেক রকমের মাছ পাওয়া যায় এবং বাড়িতে চাষ করা লাউ সহ লাউশাক, পুঁইশাক, লাল ও সবুজ শাক এবং নানাধরণের ফল এখানে পাওয়া যায় খুব সকালে।