তাপদাহ ও শিশুরা

0
92

তাপদাহে প্রণীকূলে নাভিশ্বাষ চলছে। একটু স্বতির আশায় যে যার মত ছুটছে। শিশুরা পানিতে ঝাপ খেলে তাপদাহ থেকে স্বস্তি পেতে চেষ্টা করছে। কুষ্টিয়ার খোকসা জানিপুর সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের পুকুর থেকে সোমবার ছবিটি তোলা।