তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত

0
62

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালীতে তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পৌর শিশুপার্ক চত্বরে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় উপজেলার ১১টি ইউনিয়ন ও পৌরসভা এলাকা থেকে বারোটি দলে ৪৮ জন তরুণ-তরুণী অংশগ্রহণ করেন।

কর্মশালায় অংশ নেওয়া তরুণ তরুণীরা নতুন বাংলাদেশ বিনির্মাণে তাদের ভাবনা উপস্থাপন করেন। উপস্থাপনগুলো সকলের নজর কাড়ে।

এ কর্মশালায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম।

উপজেলা একাডেমিক সুপারভাইজার মো: আশিকুজ্জামানের সঞ্চালনায় তারুণ্যের উৎসবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, বৈষম্য বিরোধী ছাত্র আনদোলনের নেতৃবৃন্দ, জাতীয় নাগরিক কমিটির স্থানীয় নেতৃবৃন্দ সহ শিক্ষক-শিক্ষার্থী, মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থার পিএসই ্রপকল্পের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

বুধবার বিকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে আয়োজিত স্কুল ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড এবং ৯ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম শিক্ষার্থীদের মাঝে পুরুষ্কার বিতরণ করেন।

আরও পড়ুন – ঝিনাইদহের জামায়াত নেতা হত্যা মামলার আসামি নিহত

সকালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারুণ্যের উৎসব উপলক্ষে বণার্ঢ্য শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে পৌর শিশুপার্ক চত্বে গিয়ে সমবেত হয়। এ উপলক্ষে বিকালে পৌর শিশুপার্ক চত্বরে উপজেলা শিল্পকলা একাডেমির শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয়েছে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।