তিন পুরুষ ধরে কালীপূজার মেলায় আসছেন এমদাদ

0
153

পরিবেশ বান্ধব খেলানা টমটম গাড়ি

স্টাপ রিপোর্টার

বাঁশের ছোট ছোট চটার কাঠামের সাথে লাগানো মাটির চাকা। তার উপর বসানো মোটা কাগজের ছাউনি দেওয়া মাটির তৈরী খুড়া। এই বাদ্যযন্ত্র ভিন্ন ছন্দের সৃষ্টি করে। শিশুদের মনকারা এই খেলনা বাদ্যযন্ত্রের নাম টমটম। ঘোড়ায় টানা টমটম গাড়ির আদলে তৈরী।

শিশুদের পছন্দের এই গাড়ি তৈরীর কারিগর ও বিক্রেতা এমদাদ হোসেন। বয়স বছর ৪৫ হবে। তিন পুরুষ ধরে খোকসার কালীপূজার বার্ষিক মেলায় এই খেলনার দোকান নিয়ে আসেন। বাড়ি রাজশাহীর চারঘাট। ছোটবেলায় দাদা ও বাবার সাথে মেলায় আসতেন। তখন ৬/৭টি টমটমের দোকান বসত। ব্যবসায়ীদের অধিকাংশের বাড়ি ছিল তাদের এলাকায়। তখন প্রতিটি টমটম বিক্রি করতেন এক টাকা। এখন প্রতিটি বিক্রি করছেন ২০ টাকায়। এ বছর তিনি একাই এ মেলায় এসেছেন। এখানে প্রথম সাতদিনে প্রায় ৩ হাজার গাড়ি বিক্রির করার আশা করছেন তিনি।

বৃহস্পতিবার তখন সন্ধ্যা ঘনিয়ে এসেছে। রাত পোহালে শুক্রবার মেলা শুরু। প্রথম রাতেই তাকে অনেক গাড়ি বিক্রি করতে হবে। তাই দারুন ব্যস্ততার সাথে বাড়ি থেকে তৈরী করে আনা বাঁশের চটার কাঠামের উপর মূল বাদ্যযন্ত্র বসিয়ে পরীক্ষা করছেন এমদাদ হোসেন। কথা বলার সময় খুবই কম।

মেলার মাঠে হাত চারেক তাবুর নিচে কাজ করা ফাঁকে এমদাদ জানান, তারা তিন পুরুষ ধরে এই কালীপূজার মেলায় আসছেন। তার এই ছোট খেলনাটি পরিবেশ বান্ধব। কাগজ, বাঁশ ও পোড়া মাটির খুড়া সহজে মাটিতে মিশে যেতে পারে। কিন্তু বর্তমান সময়ের প্লাষ্টিকের তৈরী খেলনা পরিবেশ দুষণ করে।

তিনি আরও জানান, এই ব্যবসা করে টিকে থাকা খুব কঠিন। বাপ দাদার ব্যবসা বলে কথা। এছাড়া অন্য কিছু শেখেন নি। তাই এই ব্যবসা করছেন। মেলার ব্যবসার মধ্যে একটা মজা আছে। এ ছাড়া খোকসার কালীপূজার মেলা একেবারেই অন্য রকম। এখানে নিরাপত্তা লাগে না।