‘তুই আমারি’ গানের মডেল আজিজ-সুস্মিতা

0
125

দ্রোহ বিনোদন ডেস্ক

এফ এ সুমনের নতুন গান ‘তুই আমারি’ গানের মডেল হয়েছেন আজিজ ও সুস্মিতা। করোনার এই সময় নতুন গান নিয়ে উপস্থিত হয়েছেন কণ্ঠ শিল্পী এফ এ সুমন।

গানটির কথা লিখেছেন শতরূপা ভট্রাচার্য এবং সুর ও সংগীত করেছেন রূপক তিয়ারী। আর গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন আবদুল আজিজ ও সুস্মিতা সিনহা। সিনেমেটিক গল্প নিয়ে ভিডিওটি পরিচালনা করেছেন সামছুল হুদা। গানটি এরই মধ্যে প্রকাশিত হয়েছে ‘চন্দ্র টিভি’ ইউটিউব চ্যানেলে।

গানটি প্রসঙ্গে এফ এ সুমন বলেন, শতরূপা ভট্টাচার্য অসাধারণ গানের কথা লিখেন। এবারের গানটির বেশ ভালো হয়েছে। আমি আমার জায়গা থেকে ভালো করে গাইবার চেষ্টা করেছি। সব মিলিয়ে গানটি ভালো হয়েছে।

মডেল আবদুল আজিজ বলেন,কিছু দিন আগে আমার অভিনীত স্বল্পদৈঘ্য চলচ্চিত্র ‘ভাইজান’ বেশ জনপ্রিয় হয়েছিলো। আর এই গানটিও সেই রকম জনপ্রিয়তা পাবে বলে আমি আশা করি। এছাড়া এফ এ সুমন ভাই বেশ ভালো গান করেন। এই গানের ভিডিওতে আমার সঙ্গে ভালো অভিনয় করেছেন সুস্মিতা সিনহা।