তোরে কতো ভালোবাসি’র অপেক্ষায় আছে হিমু

0
168
Himu-Dro-16-8-p-7
চিত্রনায়িকা হুমায়রা হিমু

দ্রোহ বিনোদন ডেস্ক

হোমায়রা হিমু ক্যারিয়ারে খুব বেশি ছবিতে অভিনয় করেননি। যে কয়েকটি ছবিতে অভিনয় করেছেন সবই প্রশংসিত হয়েছে। ২০১৯ সালের শেষের দিকে দীর্ঘ ছয় বছর পর নতুন ছবিতে অভিনয় করেন এ অভিনেত্রী।

নাম ‘তোরে কতো ভালোবাসি’। ছবিটি পরিচালনা করেছেন দেওয়ান নাজমুল। বর্তমানে এ ছবির মুক্তির অপেক্ষায় প্রহর গুনছেন হিমু। কিন্তু প্রাণঘাতী করোনা ভাইরাস তার এ অপেক্ষার পালা দীর্ঘায়িত করেছে।

ছবিতে অভিনয় প্রসঙ্গে হোমায়রা হিমু বলেন, ‘ছবিটির গল্প এবং আমার চরিত্রটি ভীষণ ভালোলাগায় কাজটি করেছি। ছবিটি মুক্তির অপেক্ষায় আছে। জানি না কবে সবকিছু স্বাভাবিক হবে। সবকিছু স্বাভাবিক হলেই যেন সিনেমাটি দ্রুত মুক্তির উদ্যোগ নেয়া হয়।

আরও দেখুন-খোকসায় নতুন তান্ত্রিকের তেলেসমাতি !!

আরও দেখুন-খোকসায় জাতীয় শোক দিবস পালিত

প্রসঙ্গত, ২০১১ সালে মোরশেদুল ইসলাম পরিচালিত ‘আমার বন্ধু রাশেদ’ ছবিতে হিমু অভিনয় করে বেশ প্রশংসিত হন। সর্বশেষ ২০১৪ সালে নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতে অভিনয় করেন তিনি।