দক্ষিনের মেয়র হিসেবে দায়িত্ব নিচ্ছেন তাপস

0
121

 

দ্রোহ অনলাইন ডেস্ক

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) নব নির্বাচিত মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস আগামী ১৭ মে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। এইদিনই বিদায় নেবেন মেয়র সাঈদ খোকন।

করোনাভাইরাসের প্রার্দুরভাবের ফলে অনেকটা অনাড়ম্বর ভাবে দায়িত্বগ্রহণ করবেন নব নির্বাচিত এই মেয়র। সামাজিক দূরত্ব বজায় রেখে হস্তান্তর করা হবে দায়িত্ব ।

ঢাকা দক্ষিণ সিটি ডিএসসিসির দ্বিতীয়বারের মত নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস । ইতোমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী রেজাউর রহমান নব নির্বাচিত মেয়রের দায়িত্ব গ্রহণ করবেন বলে নিশ্চিত করেছেন।