দলের মধ্যে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে কাদেরের হুশিয়ারী

0
124
obaidul-kader-dro-7-p-10
ওবায়দুল কাদেরের ফাইল ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দলের মধ্যে গুপ্তভাবে লুকিয়ে থাকা বর্ণচোরাদের বিরুদ্ধে এবার হুশিয়ারী দিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। যারা নিজের অর্থসম্পদ বৃদ্ধির জন্য দলের ভাবমূর্তি নষ্ট করবে, তাদের কোন প্রকার ছাড় দেওয়া হবে না বলেও তিনি হুশিয়ারী দেন।

সোমবার রাজধানীর সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ এ দেশের মাটি ও মানুষের সংগঠন, এর শেকড় রয়েছে জনগণের বুকের গভীরে। এই দলে এসে নাম ভাঙিয়ে অনিয়মের আশ্রয় নিয়ে কাউকেই ভাগ্যবদলাতে দেওয়া হবে না।

নদী ভাঙ্গন – আশ্রয়হীন হচ্ছে খোকসার ৩০ ছিন্নমূল পরিবার

অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সরকারের রয়েছে জিরো টলারেন্স নীতি। এমন বিষয়ের ব্যাপারে সেতুমন্ত্রী বলেন, আমাদের অবস্থান অন্যায়ের বিরুদ্ধে। শেখ হাসিনা সরকার স্বপ্রণোদিত হয়ে দুর্নীতি উদ্ঘাটন করে এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে তা নির্মূল করে আসছে।

ক্যাসিনোবিরোধী অভিযান থেকে শুরু করে ত্রাণ কার্যক্রম, স্বাস্থ্য খাতসহ যেখানেই অনিয়ম-দুর্নীতি হোক সেখানেই কঠোর অবস্থানে নিয়েছে সরকার।

বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি অসহায় মানুষের পাশে না দাঁড়িয়ে সমালোচনার নামে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে। তারা জনগণের দূর্দশা, অসহায়ত্ব চোখে দেখছে না, বিএনপি সার্কাসের হাতির মতো নেতিবাচকতার বৃত্তে ঘুড়পাক খাওয়া আর চিরাচরিত মিথ্যাচারকে রাজনৈতিক কৌশল হিসেবে বেছে নিয়েছে।