দ্রোহ অনলাইন ডেস্ক
মেজর (অবঃ) সিনহার হত্যাকান্ড দেখিয়ে দিল দলীয়করণ ও বিচারবহির্ভূত হত্যাকান্ড, ভোট ডাকাতিসহ অনৈতিক কর্মকান্ডে ব্যবহারের কারণে পুলিশের কিছু সদস্য দানবে পরিণত হয়েছে। আইন-শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙ্গে পড়েছে। সার্বিক পরিস্থিতিতে দেশের জনগণ অসহায় অবস্থায় দিন কাটাচ্ছে।
শনিবার দলের নেতাদের সঙ্গে অনলাইন সভায় তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন-আমার বেটা ষোলডা বছর বাড়ি আসে না
আরও পড়ুন-খোকসায় ২১ আগস্ট পালিত
ডাঃ কামাল বলেন, একদিকে করোনায় মানুষ মারা যাচ্ছে, অন্যদিকে করোনাকে নিয়ে সরকারের প্রশ্রয়ে চলছে দুর্নীতি। তাদের বিরুদ্ধে সরকার যথাযথ ব্যবস্থা নিচ্ছে না। বন্যা ও নদী ভাঙনে কৃষকদের ফসল নষ্ট হচ্ছে; মানুষের ঘরবাড়ি, জমি, শিক্ষা প্রতিষ্ঠান নদীতে বিলীন হয়ে যাচ্ছে। কিন্তু সরকারের কার্যকর কোনো উদ্যোগ নেই। জনগণের অধিকার রক্ষায় ও দেশের সমস্যাগুলো সমাধানে জাতীয় ঐক্যকে জোরদার করার আহ্বান জানান তিনি।