দ্রোহ অনলাইন ডেস্ক
ভারত-চীন সেনাদের সংঘর্ষের জেরে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে গলওয়ান উপত্যকায়। এর মধ্যেই দিল্লিতে জঙ্গি হানার সতর্কতা বার্তা।
কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগের তথ্য অনুযায়ী, জঙ্গি জম্মু-কাশ্মীর থেকে ৪-৫ জন জঙ্গি হামলা চালাতে ঢুকে পড়েছে রাজধানী দিল্লিতে। আরও কয়েক জন অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে।
গোয়েন্দা বিভাগের এমন তথ্যের ভিত্তিতে দিল্লিতে জারি হয়েছে কড়া সতর্কতা। রাজধানীর সমস্ত হোটেল, লজে তল্লাশি চালাচ্ছেন গোয়েন্দারা। চূড়ান্ত সতর্কতা জারি করা হয়েছে শহরের সমস্ত বাসস্ট্যান্ড, রেলস্টেশন ও বাজার এলাকায়। রাজধানীতে প্রবেশ এবং বাহির হবার সমস্ত পয়েন্টে চলছে আপদমস্তক তল্লাশী। বিশেষ করে কাশ্মীরের নম্বর প্লেটওয়ালা গাড়িগুলিতে চলছে ব্যাপক তল্লাশি।
কেন্দ্রীয় গোয়েন্দারা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছেন, সড়কপথে জম্মু-কাশ্মীর থেকে দিল্লিতে ঢুকেছে জঙ্গিরা। বাস, ট্যাক্সি, বা ট্রাকে করে জঙ্গিরা ঢুকে থাকতে পারে বলে তারা জানান।
দিল্লি পুলিশ সূত্র বলছে, ক্রাইম ব্রাঞ্চ ও স্পেশাল সেলকে বিশেষ ভাবে সতর্ক করা হয়েছে। রাজ্যের ১৫টি পুলিশ জেলাতেই পাঠানো হয়েছে চূড়ান্ত সতর্কতা।