দীপাবলিতে রিলিজ হচ্ছে না সালমানের রাধে

0
107
সালমান খানের ছবি

দ্রোহ বিনোদন ডেস্ক

এই বছর সালমানের কোনো ছবি সিনেমা হলে আসবে কি না, তা নিয়ে সংশয় রয়ে যাচ্ছে। দিন কয়েক আগে শোনা গেছে, প্রভু দেবার পরিচালনায় ‘রাধে’ ছবিটিকে দীপাবলিতে রিলিজ করানোর জন্য সালমান তৎপর হয়ে উঠেছেন। বান্দ্রার মেহবুব স্টুডিয়োর একটি ফ্লোরও বুক করে নিয়েছিলেন ভাইজান। তবে ‘হু’র সাম্প্রতিক প্রকাশিত তথ্য সালমানের সিদ্ধান্তে বদল আনতে বাধ্য করেছে।

আরও পড়ুন-শিশু নির্যাতনের ভিডিও ভাইরাল,বাবা গ্রেফতার

প্রযোজনা টিমের একটি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে স্বাস্থ্য সচেতনতাকেই প্রাধান্য দিচ্ছেন তিনি। এই সপ্তাহে পানভেলের ফার্মহাউস থেকে বান্দ্রায় আসার কথা ছিল সালমানের। তবে ইন্ডাস্ট্রির অন্দরের খবর, রবিবার সহ-প্রযোজক অতুল কুলকার্নি, সোহেল খান ও নিখিল নমিতের সঙ্গে আলোচনার পরে তিনি সেই পরিকল্পনা বাতিল করে দেন। কারণ, বদ্ধ ফ্লোরে শুট করতে গেলে ক্রুয়ের অনেকেরই জীবনে ঝুঁকি বাড়তে পারে। আর বর্ষার মৌসুমে আউটডোর শুট সম্ভব নয়। তাই অক্টোবর পর্যন্ত ছবির শুটিং স্থগিত করেছেন সালমান।

আরও দেখুন তৃতীয় শ্রেনীর –অনলাইন ক্লাস – ভাষা শহিদদের কথা (১)