দুইটি মোটরসাইকেল নিয়ে গেলো দুর্বৃত্ত্বরা

0
147

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার খোকসার একটি বাড়ির প্রধান গেটের ভিতরের একাধিক তালা ভেঙ্গে দুর্বৃত্ত্বরা দুইটি মোটরসাইকেল নিয়ে গেছে।

সোমবার দিনগত রাতে উপজেলা সদরের বালির মাঠ এলাকার কলেজ শিক্ষক মনিরুজ্জামানের বাড়ির লোহার গেটের কয়েকটি তালা ভেঙ্গে মোটরসাইকেল দুইটি নিয়ে যায় গেছে দুর্বৃত্ত্বরা। এ সময় শিক্ষক ও ভারাটিয়ারা ঘুমিয়ে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে তারা এই ঘটনাটি টের পান। ইতোমধ্যে থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেছেন।

শিক্ষক মনিরুজ্জামান জানান, তিনি রাত ১টা পর্যন্ত জেগে ছিলেন। সকালে ঘুম থেকে উঠে জানতে পারেন তার বাড়ির দ্বিতীয় তলার ভারাটিয়া ও সহকর্মী সোহেল রানার ১৫০ সিসি ও প্রথম তলার ভাড়াটিয় ওষুধ কম্পাণীর বিক্রয় প্রতিনিধি আজাদের ১১০ সিসি মোটর সাইকেল নিয়ে গেছে দুর্বৃত্ত্বরা নিয়ে গেছে। তিনি এ ব্যাপারে থানায় জিডি করার চেষ্টা করছেন।

খোকসা থানার ওসি তদন্ত গৌতম ঠাকুর জানান, তিনি ঘটনা স্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে।