স্টাফ রিপোর্টার
দিনের বেলায় দরজার তালা ভেঙ্গে ডাকাতি করতে ঘরে ঢোকা দুই দুর্বৃত্ত আটক করে পুলিশে সপর্দ করলেন এক দু’সাহসী নারী ইউটিউবার। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে থানায় দায়ের করা মামলার বাদিও হলেন নিজে।
মঙ্গলবার সকালে কুষ্টিয়ার খোকসা থানা সদরের স্কুল পাড়ার শাজাহান মাষ্টারের দোতলা বাড়ির নিচ তলার ভাড়াটিয়া নারী ইউটিউবার মুন্নি আক্তার কণা’র ভাড়া বাসার দরজার তালা ভেঙ্গে সংঘবদ্ধ দুর্বৃত্তরা হানা দেয়। এ সময় মুন্নি বাড়ির ছাদে রোদে বসে কাজ করছিলেন। অপর ভাড়াটিয়ারা ছিলেন নিজ নিজ কাজে ব্যস্ত। এক পর্যায়ে নিজের (মুন্নি) ফ্লাটে ফিরে তার বাসার দরজার তালা ভাঙ্গা দেখতে পান। এ সময় দুর্বৃত্তরা ঘরের মধ্যের আসবাবপত্র তছনছ করছিল। তিনি বুদ্ধি খাটিয়ে ঘরের দরজা হ্যাজবোল্ড দিয়ে এক দুর্বৃত্তকে আটকাতে স্বক্ষম হন। অপরজনকে বøকসিবল (লোহার কেচি গেট) গেটের মধ্যে আটকে দেন। ইউটিউবার মুন্নির চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে মোঃ খলিল (৪৩) পিতা- মহর আলী ও জাকির হোসেন (৪৬) পিতা- শাজাহান নামের দুই দুর্বৃত্তকে আটক করে পুলিশে সপর্দ করে।
সকালে দুর্বৃত্ত আটকের পর নারী ইউটিউবার মুন্নি আক্তার কণার বাসায় দিয়ে তাকে পাওয়া যায় না। তখন তিনি থানায় মামলা দায়ের নিয়ে ব্যস্ত ছিলেন। তবে মুন্নি ঘরের তালার হ্যাজবোল্ড ও মেঝেতে ছোপ ছোপ রক্ত পরেছিল। ঘরের আসবাবপত্র তছনছ করার চিহ্ন ছিল স্পষ্ট।
দুপুরে থানায় মামলা দায়ের করে ইউটিউবার মুন্নি আক্তার কণা বাড়ি ফিরে ঘটনার বর্ণান দিতে গিয়ে বলেন, দুর্বৃত্তদের আটকাতে “শরীরের শক্তি থেকে বুদ্ধির কৌশলটাকেই বেশী ব্যবহার করি”। তিনি বলেন, সকালে ছাদে রোদে পিঠ দিয়ে সংসারের কাজ করছিলেন। স্বামী ছিলেন বাজারে ব্যবসা প্রতিষ্ঠানে। হঠাৎ তার কানে তালা ভাঙ্গার শব্দ যায়। তিনি দ্রæত ছাদ থেকে নেমে আসেন। এসেই নিজের ঘরের তালা ভাঙ্গা দেখেন। ঘরে ঢুকে দুর্বৃত্তদের সাথে দেখা হয়। নিজের সম্পদ রক্ষায় তিনি ঝাপিয়ে পরেন। এক পর্যায়ে দুর্বৃত্ত¡রা তার ডান হাতে আঘাত করে। “মরার আগে মেরে মরাই ভালো” এ বোধ থেকে ঘরের ভিতরে দুর্বৃত্তদের রেখে দরজা আটকে দেন। এ সময় একজন দুর্বৃত্ত বেড়িয়ে যায়। তাকেও বাড়ির ক্লপসিপল গেটের মধ্যে আটকে চিৎকার দেন। কখনো তিনি “নার্ভাস হননি”।
হেজাবী নারী মুন্নি আক্তার কণার স্বামী আসাদুজ্জামান খোকসা বাজারের ইলেকট্রিক সামগ্রীর ব্যবসায়ী। তার একমাত্র ছেলে পিয়াল অষ্টম শ্রেণির ছাত্র। এ সময় ছেলে স্কুলে পরীক্ষা দিচ্ছিলো। স্বামী ছিলেন দোকানে। বাসায় তিনি ছিলেন একা। তার একটি সোনার আংটি ও ১৫ হাজার টাকা খুয়া গেছে। মুন্নি ২০০৮ সালে এসএসসি পাশ করার পর সংসার জীবন শুরু করেন। শখের বসে কয়েক বছর আগে “আমার রান্না” নামের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত রান্না বিষয়ক ভিডিও আপলোড করে থাকেন।
আরও পড়ুন – কুষ্টিয়ায় ট্রাফিক পুলিশকে জুতা পেটা করা সেই দুই নারী আটক
ইউটিউবার মুন্নির পাশের ফ্লাটে থাকে স্থানীয় একটি মহিলা কলেজের বিজ্ঞান শাখার প্রদর্শক শারিমন শাওন। ঘটনার সময় বাসায় ছিলে। তার পাশের দরজায় এতবড় ঘটনা ঘটেছে তিনি বুঝতে পারেননি। প্রথমে ভেবেছিলেন বিদ্যুতে কোন সমস্যা হয়েছে। পরে দুর্বৃত্তের উপস্থিতি টের পেয়ে তিনিও ঝাপিয়ে পড়েন। “অন্য দিন এ সময় বাসায় কেউ থাকি না। ভাগ্য ভালো যে আজ ঘটনার সময় বাসায় উপস্থিত ছিলাম। না হলে খুন হয়ে যেতে পারতো”।
আরও পড়ুন – খোকসায় নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালিত
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মাঈনুল ইসলাম বলেন, চোরচক্র তালা ভেঙ্গে চুরির উদ্যোগ নিয়েছিল। ভাড়াটিয়া নারীর সাহসিকতায় দুইজন চোর ধরা সম্ভব হয়েছে।