দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের মধ্যে চেক প্রদান

0
123
অসুস্থদের মধ্যে চেক বিতরণ করেন সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ। ছবি- দ্রোহ

স্টাফ রিপোর্টার

কুষ্টিয়ার কুমারখালী ও খোকসা উপজেলায় দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ৪৯ জনের মধ্যে প্রধানমন্ত্রীর আর্থিক অনুদানের ২২ লক্ষ টাকার চেক বিতরন করা হয়েছে।

বুধবার সন্ধ্যায় এ চেক বিতরণ করেন কুষ্টিয়া-৪ খোকসা-কুমারখালী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

জানা গেছে, খোকসা ও কুমারখালী উপজেলায় হার্ট, লিভার ও ক্যানসারসহ বিভিন্ন দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তদের প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এককালীন অনুদান প্রদান করা হয়। এই চেক প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র সামছুজ্জামান অরুন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান নিপুন, উপজেলা যুবলীগের সভাপতি ও প্যানেল মেয়র হারুন অর রশিদ হারুন প্রমূখ।