দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময়

0
40

কুমারখালী প্রতিনিধি

কুষ্টিয়া জেলা ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্যদের সাথে মতবিনিময় করেছেন দুদক সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী।

রবিবার বিকাল ৪টায় তিনি দুদক সজেকা কুষ্টিয়া কার্যালয়ের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, দুদক সজেকা কুষ্টিয়ার সহকারী পরিচালক নীল কমল পাল, উপ সহকারী পরিচালক মো. আবু তালহা।

আরও পড়ুন –বিএনপির নির্বাচনী রোডম্যাপ চাইলো প্রধান উপদেষ্টার কাছে

উপ সহকারী পরিচালক সৈয়দ মাইদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কুষ্টিয়া জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সভাপতি রেজানুর রহমান খান চৌধুরী মুকুল, সাধারণ সম্পাদক এস এম কাদেরি শাকিল, দৌলতপুর উপজেলার প্রতিরোধ কমিটির সভাপতি আবু সাঈদ মো: আজমল হোসেন, সাধারণ সম্পাদক সাংবাদিক শরিফুল ইসলাম, ভেড়ামারা উপজেলা প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসলাম, মিরপুর প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এ্যাড. আল মুজাহিদ হোসেন মিঠু, কুমারখালী উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুর রফিক বিশ্বাস, সাধারণ সম্পাদক হাবীব চৌহান, খোকসা উপজেলা প্রতিরোধ কমিটির সভাপতি ওহিদুজ্জামান, সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম প্রবীণ সহ জেলা কমিটির সদস্য সরকার রফিকুল ইসলাম শাহীন, নীলিমা আক্তার, শহিদুল ইসলাম সুমন প্রমুখ।

মতবিনিময়কালে নবাগত উপ পরিচালক ময়নুল হাসান রওশনী জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি সহ সকর উপজেলা কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।