দুর্বৃত্তের ছুড়ে দেওয়া অ্যাসিডে ঝলসে গেছে শিশুসহ চারজন

0
151
Acid-Dro-23-p-3

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় দুর্বৃত্তের ছোড়া অ্যাসিডে ঝলসে গেল দুই মাসের শিশুসহ একই পরিবারের চারজনের মুখমন্ডল। তাঁদের চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বাগমারার শুভডাঙ্গা ইউনিয়নে। দগ্ধ হওয়া ব্যক্তিরা হলেন আফজাল হোসেন (৩৮), তাঁর স্ত্রী জেসমিন আক্তার (৩২), মেয়ে মলি খাতুন (৮) ও দুই মাসের শিশুকন্যা আফসানা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে খাবার শেষে আফজাল হোসেন স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে শোবার ঘরে যান। প্রচন্ড গরমের কারণে ঘরের জানালা খোলা ছিল। মধ্যরাতে দুর্বৃত্তরা জানালা দিয়ে অ্যাসিড-জাতীয় কিছু তরল দাহ্য পদার্থ ছুড়ে মারে। ঘরের ভেতরে ঘুমিয়ে থাকা চারজনেরই শরীর ও মুখমন্ডলে পড়ে। তাদের শরীরে বিভিন্ন স্থানসহ বিছানাপত্রও পুড়ে যায়। তাদের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীরা ঘটনাস্থলে ছুটে আসেন। স্থানীয়রা দগ্ধ চারজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন, পুলিশ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘরের খাটের বিছানাপত্র পুড়ে গেছে। আলামত যাতে নষ্ট না হয় এ জন্য ঘরটি তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। নমুনা দেখে প্রাথমিকভাবে মনে হচ্ছে, অ্যাসিডই নিক্ষেপ করা হয়েছে।