কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ায় দুর্বৃত্তদের হামলায় জেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান অনিক (২৫) ও ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ (২২) আহত হয়েছেন।
বুধবার রাত সাড়ে ১০ টার দিকে কুষ্টিয়া শহরের কলেজ মোড় এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ১০ টার দিকে জেলা ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিক এবং ছাত্রলীগ কর্মী রক্তিম ঘোষ মটর সাইকেল যোগে বাড়ি ফিরছিলেন। তাদের মটর সাইকেল টি কলেজ মোড় এলাকায় পৌঁছায়। এ সমায় অপর মটর সাইকেল যোগে আসা কয়েকজন সন্ত্রাসী ধারালো অস্ত্র ছাত্রলীগ সভাপতি ও তার মটর সাইকেল থাকা ছাত্রলীগর কর্মীর উপর হামলা করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্ত¡াবধায়ক ডা: এম এ মোমেন জানান, ছাত্রলীগ সভাপতি আতিকুর রহমান অনিকের মাথায় কয়েকটি সেলাই দেয়া লেগেছে। অপর ছাত্রলীগ কর্মী রক্তিমেরও মাথায় আঘাত লেগেছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাব্বিরুল আলম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পূর্ব বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। পুলিশ তদন্ত শুরু করেছে। ইতোমধ্যে হামলাকারী হিসেবে কয়েকজনের নাম পাওয়া গেছে। পুলিশ তাদেরকে গ্রেফতারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কেউ কোন লিখিত অভিযোগ করেনি বলে তিনি জানিয়েছেন।