দেশে একদিনে ১৯ হাজার নমুনা পরীক্ষায় শনাক্ত ৩৮০৯ জন

0
100
Corona-Dro-19-p-18 virus-compressed

দ্রোহ অনলাইন ডেক্স

দেশে ২৪ ঘন্টায় প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন নতুন করে আরও ৩ হাজার ৮০৯ জন। অপরদিকে এই প্রাণঘাতী রোগে আক্রান্ত হয়ে ৪৩ জনের মৃত্যু হয়েছে।

রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মি হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা অব্দি ১৮ হাজার ৯৯টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এসব পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৯ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩৭ হাজার ৭৮৭ জন।

২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪৩ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এ অব্দি ১ হাজার ৭৩৮ জনের মৃত্যু হলো। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৬০ শতাংশ।

আরও দেখুন 

সেন্ট্রাল অক্সিজেন স্থাপনে ঝিনেদার আঞ্চলিক ভাষা গ্রুপের আর্থিক সহায়তা

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, রবিবার দুপুর পর্যন্ত বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯৯ লাখ ৮৬ হাজার ৮৬২ জন। এদের মধ্যে মারা গেছে ৪ লাখ ৯৮ হাজার ৯০৮ জন। আর ইতোমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৫০ লাখ ৫৫ হাজার ৬১০ জন।