দেশে করোনায় আক্রান্ত হয়ে আরও ৫৫ জনের মৃত্যু

0
109
Corona-Dro-28p-11
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

বাংলাদেশে একদিনে নতুন করে আরও ৫৫ জন প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। অপর দিকে ২৭৩৮ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে।

রবিবার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

তিনি বলেন, দেশের ৭৩টি ল্যাবের মধ্যে ৬৮টি ল্যাবে ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৯৬৪টি। নমুনা পরীক্ষা করা হয়েছে পূর্বের সংরক্ষিত নমুনাসহ ১৩ হাজার ৯৮৮টি। এ যাবৎ মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৮ লাখ ৬৬ হাজার ৬২টি।

আরও পড়ুন ফরিদপুরে ছুরিকাঘাতে একযুবককে হত্যা

গত ২৪ ঘণ্টায় ২৭৩৮ জনসহ দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা এক লাখ ৬২ হাজার ৪১৭ জন। নতুন করে আরও ৫৫ জনের মৃত্যু দিয়ে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২০৫২ জনে।

মারা যাওয়া ৫৫ জনের মধ্যে পুরুষ ৩৭ জন এবং নারী রয়েছেন ১৮ জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ৪১ জন এবং বাড়িতে ১৪ জন। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে সর্বোচ্চ ১৯ জনের।