দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮০৩, মৃত্যু ৩৮

0
111
corona-Dro-18-p-8-compressed
করোনার প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৮০৩ জনের শরীরে কোভিড-১৯ রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। মহামারী এই রোগে আক্রান্ত হয়ে আরও ৩৮ জনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার কোভিড-১৯ সম্পর্কিত সর্বশেষ পরিস্থিতি নিয়ে অনলাইন বিফ্রিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বুধবার থেকে বৃহস্পতিবার সকাল ৮টা অব্দি ১৬ হাজার ২৫৯টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষায় নতুন করে ৩ হাজার ৮০৩ জনের শরীরে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে এ পর্যন্ত কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে দাড়াঁলো ১ লাখ ২ হাজার ২৯২ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নতুন করে ৩৮ জনের। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৪৩ জনের মৃত্যু হলো।

আরও পড়ুন

কুষ্টিয়া ও ভেড়ামারায় কঠোরভাবে লক ডাউন শুরু

জনস হপকিন্স ইউনিভার্সিটির সেন্টার ফর সিস্টেম সায়েন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার দুপুর অব্দি বিশ্বে কোবিড-১৯ আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৮৩ লাখ ৫১ হাজার ৪২৮ জন। মারা গেছে ৪ লাখ ৪৯ হাজার ৪৭ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪০ লাখ ৭৬ হাজার ২৪৫ জন।