দেশে করোনায় নতুন শনাক্ত ৩৮৬৮ জন, মৃত্যু ৪০

0
110
Corona-Dro-30-p-7-compressed
প্রতিকী ছবি।

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ৩ হাজার ৮৬৮ জনের দেহে প্রাণঘাতী করোনায় ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ ছাড়া এই রোগে আক্রান্ত হয়ে আরও ৪০ জনের মৃত্যু হয়েছে।

২৪ ঘণ্টায় ১৮ হাজার ৪৯৮টি নমুনা পরীক্ষার ফল পাওয়া গেছে। পরীক্ষার ফলাফলে নতুন করে ৩ হাজার ৮৬৮ জনের দেহে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এতে করে দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৩০ হাজার ৪৭৪ জন।

ডা. নাসিমা জানান, শুক্রবার সকাল ৮টা অব্দি একদিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪০ জনের। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৬৬১ জনের মৃত্যু হলো।
শুক্রবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

আরও দেখুন

খোকসায় করোনা কালে হতদরিদ্র শিশুরা পেল খাবার

তিনি আরও বলেন, শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১.২৭ শতাংশ। সর্বশেষ মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৩১ জন পুরুষ এবং ৯ জন নারী রয়েছে।