দ্রোহ অনলাইন ডেস্ক
দেশে প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। দেশে এ অব্দি মোট মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ৯৯৭ জনে। অপরদিকে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৫৯ হাজার ৬৭৯ জনে।
২৪ ঘণ্টায় করোনায় শনাক্ত হয়েছেন আরও ৩ হাজার ২৮৮ জন এবং মৃত্যু হয়েছে ২৯ জনের।
শনিবার স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, দেশের ৭১টি ল্যাবের মধ্যে ৬৪টি ল্যাবে পরীক্ষা করা হয়েছে। ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৩ হাজার ৮৭১টি। তবে পরীক্ষা করা হয়েছে পূর্বের সংরক্ষিত নমুনাসহ ১৪ হাজার ৭২৭টি। এ সময় পর্যন্ত মোট নমুনা পরীক্ষা হয়েছে ৮ লাখ ৩২ হাজার ৭৪টি।
নতুন মৃত ব্যক্তিদের মধ্যে পুরুষ ২১ এবং নারী আটজন। করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২ হাজার ৬৭৩ জন। যার ফলে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ৭০ হাজার ৭২১ জন।