দ্রোহ অনলাইন ডেস্ক
দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দেড় লাখ ছড়িয়েছে। এ বৈশ্বিক মহামারীতে এ অব্ধি মারা গেছেন এক হাজার ৯২৬ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে ৪ হাজার ১৯ জনের দেহে করোনা ভাইরাস সংক্রমণ শনাক্ত হয়েছে। একই সময়ে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।
বৃহস্পতিবার দুপুরে করোনা ভাইরাসের হালনাগাদ তথ্য দিতে স্বাস্থ্য অধিদফতরের অনলাইন সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
তিনি বলেন, এ সময়ে নতুন করে আরও চার হাজার ১৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্ত হয়েছে এক লাখ ৫৩ হাজার ২৭৭ জন। ২৪ ঘণ্টায় ১৭ হাজার ৪৪৭টি নমুনা সংগ্রহ করা হয়েছে। আর পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৩৬২টি। এ অব্ধি নমুনা পরীক্ষা করা হয়েছে আট লাখ দুই হাজার ৬৯৭টি।দেশের ৭০টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়েছে। একটি বেসরকারি মেডিকেল কলেজ পরীক্ষাগারের সঙ্গে সংযুক্ত হয়েছে।
তিনি সবাইকে করোনার ঝুঁকি এড়াতে সামাজিক দূরত্ব বজায় রাখা এবং স্বাস্থ্যবিধি মানতে অনুরোধ জানিয়েছেন।