দেশে করোনা আক্রান্ত মৃত্যুর সংখ্যা ১৫০০ ছাড়ালো

0
115
corona-dro-20-p-1-compressed
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। অপরদিকে এই রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৮ জনের।

স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৫৫৫টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন করে ৩ হাজার ৪৮০ জনের শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে এ অব্দি প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ১৫ হাজার ৭৮৬ জন।

সোমবার সকাল ৮টা পর্যন্ত এক দিনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩৮ জনের। দেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫০২ জনের ।