দেশে করোনা আক্রান্ত হয়ে ৫৪ জনের মৃত্যু

0
163
Corona-17-7-p-16

দ্রোহ অনলাইন ডেস্ক

প্রানঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে আরও ৫৪ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে এ ভাইরাসে নতুন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২ হাজার ২৭৫ জনে।

রবিবার করোনা ভাইরাস পরিস্থিতি নিয়ে নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, শনিবার সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা অবধি ১০ হাজার ৭৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে ২ হাজার ২৭৫ জনের শরীরে করোনা ভাইরাস এর সংক্রমণ পাওয়া গেছে। এতে দেশে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ২ লাখ ২৩ হাজার ৪৫৩ জন।

দেশে ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৫৪ জনের। এই নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে ২ হাজার ৯২৮ জনের মৃত্যু হলো।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন থাকা আরও ১ হাজার ৭৯২ জন রবিবার সকাল ৮টা অবধি সুস্থ হয়ে উঠেছেন। এখন পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসা নেওয়া ১ লাখ ২৩ হাজার ৮৮২ জন সুস্থ হয়ে উঠেছেন।

আরও দেখুন-অনলাইন ক্লাস-কুঁজো বুড়ির গল্প (২)