দ্রোহ অনলাইন ডেস্ক
দেশে প্রাণঘাতী করোনায় নতুন করে ৩ হাজার ১৯০ জনের দেহে করোনা ভাইরাস রোগের সংক্রমণ শনাক্ত হয়েছে। যা এখন পর্যন্ত একদিনে রের্কড সংখ্যক। তবে মৃত্যুও সংখ্য কমেছে।
করোনা ভাইরাসের প্রার্দুভাব নিয়ে অনলাইন ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা।
তিনি বলেন, দেশের প্রতিটি ল্যাবের পরীক্ষার ফলাফল অনুযায়ী ১ দিনে দেশে মোট ১৫ হাজার ৯৬৫টি নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার তথ্যে নতুন করে ৩ হাজার ১৯০ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে।
এ অবধি দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৭৪ হাজার ৮৬৫ জনে। অপরদিকে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। দেশে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল এক হাজার ১২ জনে।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা তথ্য অনুযায়ী দেশে কোভিড-১৯ এ শনাক্তের হার ১৯ দশমিক ৯১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ২৪ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ৩৫ শতাংশ।