দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ সংক্রমণ

0
113
Covid-Dro-29-p-3
সংগৃহিত ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে আরও ৩ হাজার ১১৪ জনের দেহে খুঁজে পাওয়া গেল কোভিড-১৯ নামক প্রাণঘাতী ভাইরাসের বিষ। এ ছাড়াও এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে ৪২ জন।

শুক্রবার করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য জানান।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা শুক্রবার সকাল ৮টা অব্দি ১৪ হাজার ৬৫০টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে ৩ হাজার ১১৪ জনের দেহে কোভিড-১৯ এর সংক্রমণ পাওয়া গেছে। দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ১ লাখ ৫৬ হাজার ৩৯১ জন।

২৪ ঘণ্টায় কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৪২ জনের। এখন অব্ধি দেশে করোনায় আক্রান্ত হয়ে ১ হাজার ৯৬৮ জনের মৃত্যু হলো। সর্বশেষ মারা যাওয়া ৪২ জনের মধ্যে ৩২ জন পুরুষ এবং ১০ জন নারী। এদের মধ্যে ৩১ জন হাসপাতালে এবং ১১ জনের বাড়িতে মৃত্যু হয়েছে।