দেশে ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষার ফলাফলে আক্রান্ত ২৯৪৯ জন

0
133
World-Dro-30-p-6
প্রতিকী ছবি

দ্রোহ অনলাইন ডেস্ক

দেশে ২৪ ঘন্টায় ১৩ হাজার ৪৮৮ টি নমুনা পরীক্ষার ফলাফলে নতুন আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৯৪৯ জনে। অপর দিকে একই রোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আরও ৩৭ জন।

প্রাণঘাতী করোনা ভাইরাসের বর্তমান পরিস্থিতি নিয়ে হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা অবধি ১৩ হাজার ৪৮৮টি নমুনা পরীক্ষার ফলাফল পাওয়া গেছে। এ পরীক্ষায় নতুন করে আরও ২ হাজার ৯৪৯ জনের দেহে করোনা ভাইরাসের সংক্রমণ বিদ্যমান আছে। এখন পর্যন্ত দেশে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৭৮ হাজার ৪৪৩ জনে।

আরও দেখুন খোকসায় মুক্তিযোদ্ধার বাড়ি পুড়িয়ে দেওয়ার অভিযোগ

তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে আরও ৩৭ জনের। এ যাবৎ দেশে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হলো ২ হাজার ২৭৫ জনের।

সর্বশেষ মারা যাওয়া ৩৭ জনের মধ্যে ২৯ জন পুরুষ এবং ৮ জন নারী রয়েছেন। এদের মধ্যে হাসপাতালে ২৩ জনের এবং ১৪ জনের মৃত্যু বাড়িতে হয়েছে।