দেশে ২৩৮১ জনের করোনা শনাক্ত, মৃত্যু ২২ জন

0
119
Nasima-Dro-1-p-5-compressed

দ্রোহ অনলাইন ডেস্ক

সারাদেশে ২৪ ঘণ্টায় ২ হাজার ৩৮১ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ অব্দি মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪৯ হাজার ৫৩৪ জন। মারা গেছেন ২২ জন, এ পর্যন্ত মোট মৃত্যু হলো ৬৭২ জনের।

সোমবার স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডাঃ নাসিমা সুলতানা জানান, দেশে গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবে ১১ হাজার ৪৩৯টি নমুনা পরীক্ষা করে দুই হাজার ৩৮১ জনের দেহে করোনার সংক্রমন ধরা পড়েছে।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮১৬ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১০ হাজার ৫৯৭ জনে।