স্টাফ রিপোর্টার
বহুল প্রচারিত জাতীয় দৈনিক আমার সংবাদ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খোকসায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে কুষ্টিয়ার খোকসা প্রেসক্লাবের হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন খোকসা থানার ওসি (তদন্ত) আব্দুল গফুর। দৈনিক আমার সংবাদ পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি নজরুল ইসলাম মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আলোচনা করেন খোকসা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের কাগজ পত্রিকার খোকসা প্রতিনিধি শেখ সাইদুল ইসলাম প্রবীন, খোকসা প্রেসক্লাবের সহ-সভাপতি ও দৈনিক আমাদের সময় পত্রিকার প্রতিনিধি রঞ্জন ভৌমিক, খোকসা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক ভোরের ডাক পত্রিকার প্রতিনিধি বদরুল আলম বাদশা খান, দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি মনোজিৎ মন্ডল, দৈনিক কুষ্টিয়া পত্রিকার খোকসা প্রতিনিধি হুমায়ুন কবির প্রমুখ।
পত্রিকাটির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের প্রধান অতিথি কেক কাটেন।
দৈনিক আমার সংবাদ পত্রিকার খোকসা উপজেলা প্রতিনিধি ও খোকসা রিপোর্টার্স ক্লাবের সভাপতি এস. মিলন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।