দৌলতদিয়া সেভ হোমের শিশুদের এমপি জর্জের অনুদান

0
148

কুষ্টিয়া প্রতিনিধি

দৌলতদিয়া যৌনপল্লীর অবহেলিত শিশুদের পুনর্বাসন ও পড়ালেখা অব্যাহত রাখার জন্য ব্যক্তিগত ভাবে অনুদান প্রদান করেছেন কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।

শুক্রবার দুপুরে নিজ কার্যালয়ে অবহেলিত শিশুদের সমাজের মূল ¯্রােতে এনে স্বাবলম্বী করার ল্েয পরিচালিত দৌলতদিয়া সেভ হোম কর্তৃপরে হাতে ব্যক্তিগত উদ্যোগে নগদ এক ল টাকা তুলে দেন এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ এমপি। এ সময় গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) বিপ্লব ঘোষ, গোয়ালন্দ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সজ্জল, সেভ হোমের কর্মকর্তা ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমজাদ হোসেন ফকির প্রমুখ উপস্থিত ছিলেন।